ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে অবৈধ কারেন্ট জাল বিনষ্ট করেছে কোস্টগার্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
না’গঞ্জে অবৈধ কারেন্ট জাল বিনষ্ট করেছে কোস্টগার্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: অবৈধভাবে ব্যবহৃত ৭ লাখ ৮২ হাজার ১শ’ মিটার কারেন্ট জাল জব্দ করে পাগলা স্টেশনের কোস্টগার্ড সদস্যরা। পরে তার জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।

 

সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে পাগলা কোস্টগার্ড স্টেশন কমান্ডার হাসানুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

এতে বলা হয়, কোস্টগার্ড টিম লিডার এম খলিলুর রহমান ও চিফ পেটি অফিসার লুৎফর রহমানের নেতৃত্বে একটি অপারেশন দল সোমবার ভোর রাতে বুড়িগঙ্গা নদীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় একটি পন্টুন হতে ৭ লাখ ৮২ হাজার ১শ’ মিটার অবৈধ কারেন্ট জাল আটক করে।

জব্দকৃত কারেন্ট জাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা জেলা মৎস্য কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়। পরে জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পুড়ে ফেলা হয়।

আটককৃত অবৈধ কারেন্ট জালের আনুমানিক মূল্য ১ কোটি ৫৬ লাখ ৪২ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।