ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

মেডিকেল ও শিক্ষা কোরে চাকরির বয়সসীমা বৃদ্ধির সুপারিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
মেডিকেল ও শিক্ষা কোরে চাকরির বয়সসীমা বৃদ্ধির সুপারিশ

ঢাকা: সশস্ত্র বাহিনীর মেডিকেল কোর ও শিক্ষা কোরে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের বয়সসীমা বৃদ্ধির সুপারিশ করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি।

সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।



মেডিকেল কোর ও শিক্ষা কোরের কর্মকর্তা কর্মচারীদের চাকরির বয়সসীমা বাস্তবতার আলোকে বৃদ্ধির সুপারিশ করা হয়। এছাড়াও মেডিকেল কলেজে আন্ডার গ্রাজুয়েট কোর্সে ছাত্র-ছাত্রী সংখ্যা বৃদ্ধি ও পোস্ট-গ্রাজুয়েট কোর্স চালুর পাশাপাশি ইন্টার্নশিপ চালু করারও সুপারিশ করা হয়।   

আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের জনবল সংকট দ্রুত নিরসন করার সুপারিশ করা হয় বৈঠকে। আগত রোগীদের রেকর্ড সংরক্ষণ ও মেডিকেলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অন্যান্য বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের সাথে মেডিকেল শিক্ষা বিনিময় করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে কমিটি।

কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ায় সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটি সদস্য মুহাম্মদ ফারুক খান,ডা. দীপু মনি, মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ ও হোসনে আরা বেগম বৈঠকে অংশ নেন।  
 
এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল, বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল আবু এসরার, লে. জে. মো. মইনুল ইসলাম, রিয়ার এডমিরাল আওরঙ্গজেব, তিন বাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্দ্ধতন কর্মকর্তারা এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
এসএম/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।