ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

কালিয়াকৈরে কবর থেকে মরদেহ উত্তোলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
কালিয়াকৈরে কবর থেকে মরদেহ উত্তোলন

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরের গোসাইবাড়ি এলাকায় এক ব্যক্তিকে দাফনের দু’মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়েছে।

সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য মরদেহটি উত্তোলন করা হয়।

ওই ব্যক্তির নাম, কাজিম উদ্দিন (৪০)। তিনি কালিয়াকৈর উপজেলার গোসাইবাড়ি এলাকার মৃত মেছের আলীর ছেলে।

পুলিশ জানায়, পারিবারিক বিষয় নিয়ে গত ২২ সেপ্টেম্বর কাজিমের সঙ্গে তার ভাইদের ঝগড়া হয়। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্ত ছাড়াই তার দাফন সম্পন্ন করা হয়। পরে সন্দেহ হলে তার মেয়ে জিয়াসমিন বাদী হয়ে গত ১৪ আগস্ট ঈমান আলী, আব্দুল রউফ ও বাবুল মিয়াকে আসামি করে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন।

এরপর ময়নাতদন্তের জন্য গাজীপুর আদালতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন আদালত। সে প্রেক্ষিতে সোমবার জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল কবিরের উপস্থিতিতে কালিয়াকৈর থানার পুলিশ কবর থেকে মরদেহটি উত্তোলন করে।
 
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।