ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

চান্দিনায় ইয়াবাসহ ভুয়া ডিবি কর্মকর্তা আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
চান্দিনায় ইয়াবাসহ ভুয়া ডিবি কর্মকর্তা আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনায় ইয়াবা ট্যাবলেটসহ মতিউর রহমান নজরুল (৩২) নামে এক ভুয়া ডিবি কর্মকর্তাকে আটক করেছে হাইওয়ে পুলিশ।

সোমবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার তীরচর এলাকায় অভিযান চালিয়ে যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয়।



এ সময় তার কাছ থেকে একটি ওয়্যারলেস সেট, এক জোড়া হাতকড়া ও ১শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

নজরুল নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার আতিবপুর গ্রামের আব্দুল লতিফ হাফিজ উদ্দিনের ছেলে। তিনি নিজেকে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার বলে দাবি করেন।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, মহাসড়কের তীরচর এলাকায় কুমিল্লা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল কোচ পরিবহনের একটি বাসে তল্লাশি চালানোর সময় তাকে সন্দেহ হলে তিনি নিজেকে ঢাকা গোয়েন্দা পুলিশের কর্মকর্তা হিসেবে পরিচয় দেন।

কিন্তু তার কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হওয়ায় অধিকতর জিজ্ঞাসাবাদ শেষে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ১শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।

আটক ভুয়া ডিবি অফিসারকে জিজ্ঞাসাবাদ শেষে এসআই মনির জানান, তাদের সংঘবদ্ধ একটি চক্র রয়েছে। তারা বিভিন্ন জেলা-উপজেলা শহরে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে ফেরার সময় মানুষকে তুলে নিয়ে অচেতন করে অন্যত্র ফেলে দেন। আবার কক্সবাজার, টেকনাফ বা চট্টগ্রাম থেকে মিশন শেষে ঢাকায় ফেরার সময় ইয়াবা ট্যাবলেট রাজধানীতে সরবরাহ করেন।

সোমবারও তারা একইভাবে পাঁচ সদস্যের একটি দল চট্টগ্রাম থেকে কুমিল্লায় আসেন। তাদের সঙ্গে থাকা বাকী চারজন মাইক্রোবাসে করে ঢাকায় ফেরেন। আর নজরুল কুমিল্লা থেকে বাসে করে ঢাকায় ফিরছিলেন।

এ ঘটনায় চান্দিনা থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানান এসআই মনির।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।