ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে অগ্নিকাণ্ডে ৫ বসতঘর পুড়ে ছাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
ফেনীতে অগ্নিকাণ্ডে ৫ বসতঘর পুড়ে ছাই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের কচুয়া গ্রামে অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।   এ ঘটনায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।



সোমবার (২১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই এলাকার মনু ভূঁঞাবাড়ির মকবুল আহাম্মদের ঘরে আগুন লেগেছে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

 তবে এরই মধ্যে  গোলাম রব্বানী, ইব্রাহীম ভূঁঞা, রহিম উল্ল্যাহ ও সামছুদ্দিনের বসতঘর, রান্নাঘর ও  গোয়ালঘর পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্তরা জানায়, অগ্নিকাণ্ডে ঘরসহ আনুমানিক ২৫ লাখ টাকার মালামাল নষ্ট হয়ে গেছে।

ফেনী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।