ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

সাদুল্যাপুরে ইট ও মাটি চাপা পড়ে ৩ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
সাদুল্যাপুরে ইট ও মাটি চাপা পড়ে ৩ জনের মৃত্যু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় নির্মাণাধীন একটি ব্রিজের পাশে রাখা ইট ও মাটির স্তূপ ধসে চাপা পড়ে ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫ জন।



সোমবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাইবান্ধা-সাদুল্যাপুর সড়কের নঙ্গেরশ্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতেরা হলেন, ব্রিজ সংলগ্ন মন্দুয়ার এলাকার বাসিন্দা আ. ছাত্তার (৬০) , কাকলী বেগম (২১) ও আব্দুল কদ্দুস (৩০)।  

স্থানীয়রা জানান, নির্মাণাধীন নঙ্গেরশ্বর ব্রিজের পাশে ইট ও মাটি স্তূপ করে রাখা ছিল। রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় কিছু লোক ওই স্তূপ থেকে ভাঙা ইট আনতে যান। এ সময় স্তূপ থেকে ইট ও মাটি ধসে চাপা পড়েন তারা। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়।

গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) আশরাফুল ইসলাম বাংলানিউজকে জানান, আহতদের উদ্ধার করে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়ছে।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।