ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

ভৈরবে ৩৪ কেজি গাঁজাসহ প্রাইভেটকার চালক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
ভৈরবে ৩৪ কেজি গাঁজাসহ প্রাইভেটকার চালক আটক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ৩৪ কেজি গাঁজাসহ তোফায়েল হোসেন (৩৭) নামে এক প্রাইভেটকার চালককে আটক করেছে র‌্যাব-১৪।

সোমবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় ভৈরব উপজেলার দুর্জয় মোড় থেকে তাকে আটক করা হয়।



সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) হায়াতুল ইসলাম খান এবং এএসপি মোহাম্মদ রেজা সারোয়ার নেতৃত্বে একটি দল দুর্জয় মোড়ে অভিযান চালায়। এ সময় একটি প্রাইভেটকারে ৩৪ কেজি গাঁজা পাওয়া যায়। পরে গাঁজাসহ ওই প্রাইভেটকারের চালক তোফায়েল হোসেনকে আটক করা হয়।

র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার এএসপি হায়াতুল ইসলাম খান বাংলানিউজকে জানান, ৩৪ কেজি গাঁজার আনুমানিক মূল্য এক লাখ ৭০ হাজার টাকা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।