ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

শব্দসৈনিক রাশিদুল হোসেনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
শব্দসৈনিক রাশিদুল হোসেনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকা: স্বাধীন ‍বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক রাশিদুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এর আগে মঙ্গলবার (২২ ডিসেম্বর) ভোর ৪টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন রাশিদুল হোসেন। এ সময় তার বয়স হয়েছিল ৭২ বছর।

প্রধানমন্ত্রী এই শব্দসৈনিকের আত্মার মাগফেরাত কামনা করেন ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এমইউএম/আরএইচএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।