ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে বাস উল্টে নিহত ১, আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
গাজীপুরে বাস উল্টে নিহত ১, আহত ১০ ছবি: প্রতীকী

গাজীপুর: গাজীপুরে আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে অজ্ঞাত পরিচয় (৪০) এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।



মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের ভোগড়া বাইপাস পিয়ারা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নাওজোড় হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ বাহার আলম বাংলানিউজকে জানান, যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে  কোনাবাড়ী যাচ্ছিল। এসময় বাসটি ভোগড়া বাইপাস পিয়ারা বাগান এলাকায় হঠাৎ উল্টে গেলে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন।

নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২২,২০১৫
আরএইচএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।