ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে গৃহশ্রমিকদের আনন্দ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে গৃহশ্রমিকদের আনন্দ মিছিল

ঢাকা: দীর্ঘ ১৫ বছর সংগ্রামের পর গৃহশ্রম নীতিমালা-২০১৫ সংশোধনী অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রী পরিষদকে অভিনন্দন জানিয়েছেন গৃহশ্রমিকরা।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের ব্যানারে এ আনন্দ মিছিল করা হয়।



নীতিমালা পাস হওয়ায় গৃহশ্রমিকরা নেচে-গেয়ে, ঢাক-ঢোল পিটিয়ে উল্লাস প্রকাশ করেন।

এসময় সংসদ সদস্য শিরিন আক্তার বলেন, শুধু নীতিমালা পাস নয়, এর বাস্তবায়ন করতে হবে। সবাইকে এ নীতিমালা মেনে চলতে হবে।

সংগঠনের সভানেত্রী মিনারা বেগমের নেতৃত্বে আনন্দ মিছিলে সাধারণ সম্পাদক মোরশেদা আক্তার, সাবেক সভাপতি জুবায়দা পারভিনসহ শতাধিক গৃহশ্রমিক অংশ নেন।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এফবি/এমইউএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।