ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

পুতুলে মুগ্ধ রওশন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
পুতুলে মুগ্ধ রওশন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুলের বক্তৃতায় মুগ্ধতা প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) বেলা ১১টায় জাতীয় সংসদের শপথকক্ষে স্নায়ু বিকাশজনিত সমস্যা বিষয়ক কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সায়মা ওয়াজেদ হোসেন।



এসময় অতিথির আসনে বসে পুতুলের মূল প্রবন্ধ উপস্থাপনকালে দেওয়া বক্তৃতা মুগ্ধ হয়ে শোনেন রওশন এরশাদ।

মূল প্রবন্ধ উপস্থাপন শেষে প্রশ্নোত্তরকালে বিরোধীদলীয় নেতা বলেন, ছোট্ট সেই মেয়েটি কখন যে এতো বড় হলো, এতো জ্ঞান অর্জন করলো, এতো বড় বিশেষজ্ঞ হলো বুঝতেই পারিনি।   সত্যি যোগ্য মায়ের যোগ্য কন্যা। তার বক্তব্য আমার কাছে খুব ভালো লেগেছে।

রওশন এরশাদ বলেন, এদেশে ১৬ কোটি ২৬ লাখ মানুষের মধ্যে ১ কোটি ২০ লাখ প্রতিবন্ধী ব্যক্তি আছেন। প্রতিবন্ধী মায়েরা সমাজে বিশেষভাবে উপেক্ষিত। প্রতিবন্ধী শিশুদের ঘর থেকে বের না করার ফলে তারা সমাজ থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এ বিষয়ে ব্যাপক সচেতনা সৃষ্টির আহ্বান জানিয়ে রওশন বলেন, এ বিশাল দায়িত্ব সবাই যদি ভাগ করে নেয় তাহলে আমরা সাফল্য লাভ করতে পারবো।

এসময় বিরোধীদলীয় নেতা প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে আরও বেশি করে কাজ করার আহ্বান জানান।

পরে সায়মা ওয়াজেদ হোসেন বলেন, আমরা বিশেষজ্ঞরা যতই জানি, কাজ আপনাদেরই করতে হবে। কেননা আপনারা মাঠ পর্যায়ে কাজ করেন। আমরা বিশেষজ্ঞরা আপনাদের সহযোগিতা করতে প্রস্তুত আছি। সাধারণ মানুষের কাছে যাওয়ার বিষয়ে আমরা তৈরি। কিন্তু জনসচেতনা তৈরির দায়িত্ব নিতে হবে জনপ্রতিনিধি হিসেবে আপনাদের।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া, প্রধান হুইপ আ স ম ফিরোজ, সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোজাম্মেল হক এমপি, বিশেষজ্ঞ চিকিৎসক ডা. প্রাণ গোপাল দত্ত, ডা. গোলাম রব্বানী প্রমুখ।

জাতীয় সংসদের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫/আপডেট: ১৪২০ ঘণ্টা
এসএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।