ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

অটিজম কোনো রোগ নয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
অটিজম কোনো রোগ নয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রতিবন্ধিতা নিয়ে ভুল ধারণা বদলানোর পরামর্শ দিয়েছেন অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল।

তিনি বলেন, অটিজম বিষয়ে সচেতনতা বাড়ানোর আগে মানুষের মধ্যে যে ভুল ধারণা রয়েছে সেগুলো বদলাতে হবে।

অটিজম কোনো রোগ নয়। তবে এতে সাধারণ জীবন-যাপন যেমন স্বাভাবিক হাঁটাচলা, কথাবার্তা, আচরণ, বুদ্ধিমত্তা প্রভৃতিতে সমস্যার সৃষ্টি হয়। এজন্য সংসদ সদস্যদের মাঠ পর্যায়ে কাজ করতে হবে।
 
মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদের শপথকক্ষে ‘স্নায়ু বিকাশজনিত সমস্যা বিষয়ক কর্মশালায়’ মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি একথা বলেন।
 
সায়মা ওয়াজেদ হোসেন বলেন, আমাদের সমাজে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ব্যক্তি রয়েছে। এদের একেকজনের ধরন একেকরকম। কেউ দীর্ঘ সময় পর কথা বলতে শেখে, কেউবা বুঝতে পারলেও বলতে পারে না।
 
ভুল ধারণার উদাহরণ টেনে তিনি বলেন, আমাদের অনেক মায়েরাই তার বাচ্চা তিন বছরে কথা বলতে না পারলে তখন বলেন, আমার চাচাতো বোনের মেয়েও তো পাঁচ বছর বয়সে কথা বলতে শিখেছে। এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। শিশুরা সাধারণত ১৮ মাস থেকে বুঝতে শেখে, তাদের ব্রেন কাজ করে। এক্ষেত্রে অপেক্ষা না করে যতো তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা করাতে হবে।
 
তিনি  বলেন, নিউরো ডেভলপমেন্ট ডিজঅর্ডার একটি নতুন নামকরণ, যার একটি রূপ হচ্ছে অটিজম। মস্তিষ্কের স্বাভাবিক বৃদ্ধিতে কোনো সমস্যা হলে প্রতিবন্ধিতা সৃষ্টি হয়।
 
সায়মা ওয়াজেদ আরও বলেন, প্রতিবন্ধিতা দূরীকরণে যথাসম্ভব কম বয়স থেকেই তার যত্ন নেওয়া প্রয়োজন। কেননা একটি শিশুর ১৮ মাস থেকে ৭ বছর পর্যন্ত মস্তিষ্কের বৃদ্ধি হয়। এ ধরনের শিশুদের কাউন্সিলিং, থেরাপি ও সময়মতো প্রয়োজনীয় ওষুধ প্রয়োগ জরুরি। এ বিষয়ে বাবা-মাকে সচেতন থাকতে হবে।

তিনি প্রতিবন্ধী  শিশুদের সামাজিকভাবে প্রতিষ্ঠিত করে মানবসম্পদে পরিণত করতে সংসদ সদস্যসহ সবার প্রতি আহ্বান জানান।
 
কর্মশালায় উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. মোজাম্মেল হোসেন প্রমুখ।
 
সমাপনী বক্তব্য রাখেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া। এছাড়া বিরোধীদলীয় নেতা রওশন এরশাদসহ শতাধিক সংসদ সদস্য এ কর্মশালায় অংশ নেন। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল স্বাগত বক্তব্য রাখেন।
 
অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক ও সূচনা ফাউন্ডেশনের ভাইস  চেয়ারম্যান ডা. প্রাণ গোপাল দত্ত, নিউরো ডেভলপমেন্ট ডিজঅ্যাবিলিটি প্রোটেকশন ট্রাস্ট অব বাংলাদেশের চেয়ারম্যান ডা. মো. গোলাম রাব্বানী আলোচনায় অংশ নেন।
 
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এসএম/এএ

** পুতুলে মুগ্ধ রওশন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।