ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় পৃথক স্থানে ছাদ থেকে পড়ে ২ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
আশুলিয়ায় পৃথক স্থানে ছাদ থেকে পড়ে ২ জনের মৃত্যু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় পৃথক স্থানে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে এক নারীসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে আশুলিয়ার ডিইপিজেড এলাকায় ওসমান গার্মেন্ট ও নিরিবিলি এলাকার ফাল্গুনী হাউজিং এলাকায় ঘটনা দু’টি ঘটে।



পুলিশ সূত্র বাংলানিউজকে জানায়, দুপুরে ফাল্গুনী হাউজিং এলাকায় ছয় তলা একটি ভবনের ছাদ থেকে পড়ে যান গৃহবধূ নুরুনন্নাহার। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে দুপুরে ডিইপিজেড এলাকার ওসমান গার্মেন্টের তৃতীয় তলায় কাজ করার সময় ছাদ থেকে পা পিছলে পড়ে যান রংমিস্ত্রী কবির। উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক। কবির ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার মেঘাহালা গ্রামের লাল মিয়ার ছেলে।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহসীনুল কাদির জানান, খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বিষয় দু’টি তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।