ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

বিএসফের গুলিতে নিহত বাংলাদেশির মৃতদেহ ফেরত আসবে বুধবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
বিএসফের গুলিতে নিহত বাংলাদেশির মৃতদেহ ফেরত আসবে বুধবার

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বশালগাঁও সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি গরু ব্যবসায়ী হেমন্ত কুমারের (৩০) মৃতদেহ ফেরত আসবে বুধবার।

ভারতে ময়নাতদন্ত শেষে ওইদিন সন্ধ্যায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হেমন্ত কুমারের মৃতদেহ হস্তান্তর করবে বিএসএফ।



মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টায় সাংবাদিকদের এসব তথ্য জানান ৪২ বিজিবির পরিচালক লে. কর্নেল আকতার ইকবাল।

বৈঠকে বিজিবির পক্ষ বাংলাদেশি হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বৈঠকে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন দিনাজপুর-৪২ বিজিবির পরিচালক লে. কর্নেল আকতার ইকবাল ও বিএসএফের পক্ষে ছিলেন ভারতের কৃষানগঞ্জ সেক্টরের বিএএসএফ কমান্ডার এইচ এস ভিলান।

এরআগে ভোর ভোর ৪টায় বশালগাঁও সীমান্তের ৩৫১ নম্বর পিলার এলাকায় ভারতের সনগাঁও বিএসএফ ক্যাম্পের সদস্যরা গুলি করে হেমন্তকে হত্যা করে।

হেমন্ত ওই উপজেলার খলড়া গ্রামের জীতেনন্দ্রনাথের ছেলে। তিনি স্থানীয় গরু ব্যবসায়ী ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এসআর

** হরিপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।