ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরী কাঠ পাচারকালে ২ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
সুন্দরী কাঠ পাচারকালে ২ যুবক আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাট: সুন্দরবন থেকে সুন্দরী কাঠ পাচারকালে বাগেরহাটের শরণখোলায় দুই যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে শরণখোলা উপজেলার পাঁচ রাস্তা এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় তিনটি নছিমন বোঝাই ৬২ পিস সুন্দরী কাঠ উদ্ধার করা হয়েছে।

আটক যুবকরা হলেন- উপজেলার দক্ষিণ কদমতলা গ্রামের হাসেম হাওলাদারের ছেলে নয়ন হাওলাদার ও রাজৈর গ্রামের ইব্রাহিমের ছেলে সোহেল হোসেন।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম মিয়া বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের পাঁচ রাস্তা এলাকা থেকে সুন্দরী কাঠসহ দু’জনকে আটক করা হয়। এ ঘটনায় বন আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আটক দুই যুবক নিজেদের নছিমনের চালক বলে দাবি করেছেন। তাদের জিজ্ঞাসাবাদ করে পাচারকারীদের আটকের চেষ্টা চলেছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।