ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

শাহজালালে সাড়ে ১৪ কেজি স্বর্ণসহ আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
শাহজালালে সাড়ে ১৪ কেজি স্বর্ণসহ আটক ৪ ছবি: প্রতীকী

ঢাকা: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ১৪ কেজি স্বর্ণসহ চারজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। আটক ‍চারজনের মধ্যে দু’জন নারী।



বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে নামার পর বিমানবন্দরে ওই চারজনকে আটক করা হয়।

আটক চারজন হলেন- আনোয়ারা বেগম (৩০), নাহিদা ফারজানা মনি (২৫), আনোয়ার পারভেজ (২৫) এবং ওসমান সোহেল (২৯)। আনোয়ারা ও নাহিদা চট্টগ্রামের পার্লারকর্মী।

তাদের কাছে সাড়ে ১৪ কেজি ওজনের ১২৫ পিস স্বর্ণের বার পাওয়া যায়। এ স্বর্ণের আনুমানিক মূল্য সাত কোটি টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মঈনুল খান বাংলানিউজকে জানান, কুয়েত-চট্টগ্রাম-ঢাকা রুটে চলাচলকারী বাংলাদেশ বিমানের বিজি ০৪৬ ফ্লাইট শাহাজালালে ‍নামার পর ওই চারজনকে আটক করা হয়।
 
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের যুগ্ম-পরিচালক শফিউর রহমান জানান, স্বর্ণচোরাচালানকারী দুই পুরুষ সদস্য কুয়েত থেকে স্বর্ণের বারগুলো নিয়ে চট্টগ্রামে আসেন। পরে তারা কৌশলে ওই দুই নারীর কাছে স্বর্ণের বারগুলো হস্তান্তর করেন।

বিমানের ফ্লাইটটি দুপুর ১টায় শাহজালাল বিমানবন্দরে পৌঁছালে গোপন তথ্যের ভিত্তিতে তাদের আটক করে তল্লাশি চালিয়ে এ স্বর্ণের বারগুলো পাওয়া যায়।

তিনি জানান, স্বর্ণের বারগুলো দুই নারী সদস্যের কোমরে লুকোনো ছিলে। আটক চারজনের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫/আপডেট ১৬১৭ ঘণ্টা
এনএইচএফ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।