ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

নদী রক্ষার দাবিতে ৭১ কিমি জুড়ে মানববন্ধনের ডাক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
নদী রক্ষার দাবিতে ৭১ কিমি জুড়ে মানববন্ধনের ডাক ছবি: রানা/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দূষণ ও দখল থেকে নদী রক্ষায় আগামী ২৬ ডিসেম্বর তুরাগ নদীর তীরে একাত্তর কিলোমিটার জুড়ে মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন।

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ছোট হল রুমে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।



সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা জানান, দূষণ ও দখল থেকে নদী রক্ষা, পরিবেশবান্ধব শিল্প কারখানা স্থাপন ও সুপেয় পানির প্রবাহ নিশ্চিত করার দাবিতে তুরাগ তীরের একাত্তর কিলোমিটার জুড়ে মোট ১৫টি স্পটে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সভাপতি মো. আনোয়ার সাদত। এ সময় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেনসহ সংগঠনটির অন্য নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘন্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
এইচআর/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।