ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

‘হোসিয়ারি ব্যবসায় ধস ঠেকাতে চাই সৎ ও যোগ্য নেতৃত্ব’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
‘হোসিয়ারি ব্যবসায় ধস ঠেকাতে চাই সৎ ও যোগ্য নেতৃত্ব’

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের হোসিয়ারি ব্যবসায় ধস ঠেকাতে ও শ্রমিকদের দাবি আদায়ে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন বলে মন্তব্য করেছেন হোসিয়ারি শ্রমিক নেতারা।

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ নগরীর উকিলপাড়ায় হোসিয়ারি শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে আয়োজিত সমাবেশে এ  মন্তব্য করেন তারা।

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, হোসিয়ারি শাখা এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে নেতারা বলেন, নারায়ণগঞ্জের হোসিয়ারি শিল্পের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। হোসিয়ারি শ্রমিকদের আন্দোলনের ঐতিহ্যও অনেক দিনের। কিন্তু হোসিয়ারি শিল্পের শ্রমিকরা, বর্তমানে ভালো নেই। শ্রমিকদের দাবি আদায়ে এ নির্বাচনে সৎ ও যোগ্য নেতৃত্বকে জয়ী করতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, হোসিয়ারি শাখার সভাপতি পরশ চন্দ্র ভূঁইয়া। আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা মন্টু ঘোষ, নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, হোসিয়ারি শ্রমিক নেতা আব্দুল হাই শরীফ, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলার সভাপতি এম এ শাহীন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, মো. খোকন,  মো. শাহজাহান প্রমুখ।

আগামী রোববার (২৭ ডিসেম্বর) নারায়ণগঞ্জ হোসিয়ারি শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
আরএইচএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।