ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

কলমাকান্দায় বাসচাপায় নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
কলমাকান্দায় বাসচাপায় নারী নিহত ছবি: প্রতীকী

নেত্রকোনা: নেত্র্রকোনার কলমাকান্দা উপজেলার গুতুরা বাজারে বাস চাপায় মাঞ্জুরী (৩৪) নামে এক উপজাতি নারী নিহত হয়েছেন।

বুধবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় এ দুর্ঘটনা ঘটে।

মাঞ্জুরী সুনামগঞ্জ জেলার ইছানগর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ধর্মীয় উৎসব শেষে ঢাকা থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন মঞ্জুরী। হঠাৎ তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গেলে অপরদিক থেকে আসা একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।