ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় কলেজছাত্রীর আত্মহত্যা, প্রেমিক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
বগুড়ায় কলেজছাত্রীর আত্মহত্যা, প্রেমিক আটক

বগুড়া: বগুড়া শহরের রেলস্টেশনের অদূরে কামারগাড়ি এলাকায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে রাবেয়া খাতুন (২১) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন।

নিহত কলেজছাত্রী দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর গ্রামের এসএম মকফুর রহমানের মেয়ে।


 
বুধবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
 
এদিকে, আত্মহত্যার ঘটনায় প্রেমিক জান্নাতুল ফেরদৌসকে (২২) আটক করেছে পুলিশ। তিনি গাবতলী উপজেলার সোনারাই উত্তরপাড়ার মোকছেদ আলীর ছেলে।

আটক ফেরদৌস ও রাবেয়া খাতুন শহরের একটি বেসরকারি মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউটে পড়াশোনা করতেন।

বগুড়া রেলস্টেশন ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) হারুনার রশিদ জানান, নিহতের পরিচয় জানার পরই তার অভিভাবককে খবর দেওয়া হয়েছে।

প্রেমঘটিত কারণে রাবেয়া আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফেরদৌসকে আটকের বিষয়টিও জানান তিনি।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া রেলস্টেশনের অদূরে কামারগাড়ি রেল ঘুমটির কাছে কলেজছাত্রী রাবেয়া খাতুন এক যুবকের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেনটি বগুড়া স্টেশনে প্রবেশের সময় মেয়েটি আচমকা ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন। মুহুর্তে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
 
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।