ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

আব্দুল আলীমকে সংরক্ষণ জাতির দায়িত্ব

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
আব্দুল আলীমকে সংরক্ষণ জাতির দায়িত্ব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশের লোক সঙ্গীতের প্রাণ পুরুষ, লোক সঙ্গীতের মুকুটবিহীন সম্রাট, মরমী শিল্পী আব্দুল আলীমের গান সংরক্ষণ করা জাতির দায়িত্ব বলে মত দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বুধবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আব্দুল আলীমের জীবনী নিয়ে ইউনেস্কো পার্টিসিপেশন প্রোগ্রাম-২০১৫ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।



শিক্ষামন্ত্রী বলেন, শিল্পী আব্দুল আলীম তার কণ্ঠ দিয়ে আমাদের লোক সঙ্গীতকে সমৃদ্ধ করেছেন। তিনি গলার সুর দিয়ে মানুষকে বিমোহিত করে রেখেছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য সচিব মর্তুজা আহমেদ, শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন। এতে সভাপতিত্ব করেন আব্দুল আলীম ফাউন্ডেশনের সভাপতি মঞ্জুর হোসেন।

এর আগে অনুষ্ঠানে উপস্থিত থকে আব্দুল আলীমের গান সংরক্ষণের আহ্বান জানান তার ছেলে জহির আলী।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
এসএস/আরএইচএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।