ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাদক সেবনের অভিযোগে তিন শিক্ষার্থীসহ ৪ জনের সাজা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
মাদক সেবনের অভিযোগে তিন শিক্ষার্থীসহ ৪ জনের সাজা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় মাদক সেবনের অভিযোগে তিন শিক্ষার্থীসহ চার জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদে ভ্রাম্যমাণ আদালতের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আক্তার চৌধুরী এ সাজা দেন।



সাজাপ্রাপ্তরা হলেন- মাসদাইর এলাকার গার্মেন্ট কর্মী ইলিয়াস (২৫), একই এলাকার এইচএসসি প্রথম বর্ষের ছাত্র নয়ন মিয়া (১৮), স্বপন আহমেদ (১৭) ও দশম শ্রেণির ছাত্র মো. ইমন (১৫)।

এদের মধ্যে ইলিয়াসকে ৩ মাস ও অপর তিন ছাত্রকে ৭ দিন করে সাজা দেওয়া হয়েছে।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাসদাই এলাকা থেকে ওই চারজন মাদকসেবীকে ইয়াবাসহ আটক করা হয়েছে। এদের মধ্যে তিনজন নিজেদের ছাত্র দাবি করেছেন। অপরজন গার্মেন্টকর্মী।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
ওএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।