ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সত্য প্রতিষ্ঠার জন্যই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ঢাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
সত্য প্রতিষ্ঠার জন্যই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ঢাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): সত্য প্রতিষ্ঠার খাতিরেই ঢাকা বিশ্ববিদ্যালয় পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

বুধবার (২৩ ডিসেম্বর) রাতে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত সাংসদ নাট্য উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।



তিনি বলেন, পাকিস্তান যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে অবস্থান নিয়ে লাখো শহীদের অমর্যাদা করেছেন। ইসলামাবাদে কর্মরত বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে বলেছে ১৯৭১ সালে বাংলাদেশে কোনো গণহত্যা হয়নি। এমনকি তাদের কোন সেনারাও এর সঙ্গে জড়িত ছিলো না।

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্নের মাধ্যমে ওই মিথ্যাচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ঢাবি।

তিনি বলেন, পাক হানাদার বাহিনী ২৫ মার্চ আঘাতের মাধ্যমে গণহত্যা শুরু করে শেষ করেছিল ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যার মাধ্যমে।

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান, আইটিআই’র সভাপতি রামেন্দু মজুমদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ড. আবুল হোসেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগ উত্তরের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা।

উৎসবের শেষ দিনে মঞ্চস্থ হয় থিয়েটার আর্ট ইউনিট প্রযোজিত নাটক কোর্ট মার্শাল।

বাংলাদেশ সময়: ২৩১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।