ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোদাগাড়ীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
গোদাগাড়ীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ৪৯০ পিস ইয়াবাসহ পারভেজ আলী (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করছে র‌্যাব-৫ এর একটি দল।

বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে এ অভিযান চালানো হয়।

পরে রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোদাগাড়ীর সুলতানগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে রেলওয়ে কলোনি ক্যাম্পের একটি অপারেশন দল। এ সময় উপজেলার ডোমকুলি গ্রামের বাবলুর ছেলে পারভেজ আলীকে ৪৯০ পিস  ইয়াবাসহ আটক করা হয়।

পরে র‌্যাবের জিজ্ঞেসাবাদে পারভেজ  দীর্ঘদিন ধরে  রাজশাহী জেলার প্রত্যন্ত অঞ্চলে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

পারভেজকে থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২৩৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
এসএস/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।