ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লামায় ৮০ হাজার লিটার মদ ধ্বংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
লামায় ৮০ হাজার লিটার মদ ধ্বংস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বান্দরবান: বান্দরবানের লামা উপজেলায় ৮০ হাজার লিটার দেশি চোলাই মদ জব্দ করে ধ্বংস করা হয়েছে।

বুধবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত র‌্যাব-৭ এর একটি দল উপজেলার আজিজনগর এলাকায় অভিযান চালিয়ে এসব মদ জব্দ করে।



র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আমির উল্লাহ বাংলানিউজকে জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আজিজনগরের বিভিন্ন পাড়ায় অভিযান চালিয়ে দেশি ৮০ হাজার লিটার মদ ও মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

পরে সন্ধ্যায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদ আখতারের উপস্থিতিতে তা ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদ আখতার জানান, ধ্বংসকৃত মদের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ০২২২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।