ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের ৫০ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের ৫০ হাজার টাকা জরিমানা ছবি: প্রতীকী

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামে চিনি ও চিটাগুড় মিশিয়ে পাটালী তৈরি করার দায়ে জাকির হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনোয়ার হোসেন মোল্লা এ আদালত পরিচালনা করেন।



জাকির হোসেন কালীগঞ্জ উপজেলায় চাপালী গ্রামের মো. আক্কাচ আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, জাকির হোসেন দীর্ঘদিন ধরে চিনি ও চিটাগুড় মিশিয়ে পাটালী তৈরি করে আসছিলেন। এমন খবরের ভিত্তিতে ইউএনও মোনোয়ার হোসেন মোল্লা ওই গ্রামে গিয়ে তাকে আটক করেন। পরে ওই স্থানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও মোনোয়ার হোসেন মোল্লা বাংলানিউজকে বিষয়টি জানিয়ে বলেন, জব্দকৃত সমস্ত মালামাল ধ্বংস করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।