ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে সুরমা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
সিলেটে সুরমা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার ছবি: প্রতীকী

সিলেট: সিলেটের সুরমা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশ স্থানীয় বরইকান্দি গ্রামের ১নং সড়ক সংলগ্ন সুরমা নদী থেকে মরদেহটি উদ্ধার করে।



প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকালে মরদেহটি নদীতে ভাসতে দেখে স্থানীয় জনতা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

দক্ষিণ সুরমা থানার বাস টার্মিনাল ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বাংলানিউজকে বলেন, তার গায়ে সুয়েটার থাকলেও দেহের নিচের অংশ ছিলো উলঙ্গ।

ধারণা করা হচ্ছে, কে বা কারা যুবককে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দিয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
এনইউ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।