ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

‘বিশ্বনবী মানবজাতির আলোর দিশারি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
‘বিশ্বনবী মানবজাতির আলোর দিশারি’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার: কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেছেন, বিশ্বনবী হজরত মোহাম্মদ (দ.) শুধু মুসলমানদের পথপ্রর্দশক নন তিনি সমগ্র মানবজাতি আলোর দিশারি। যা স্বীকার করেন বর্তমান বিশ্বখ্যাত অমুসলিম বিজ্ঞানী ও গবেষকেরা।



বৃহস্পতিবার সকাল ১১টায় কক্সবাজার ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি ইসলামের শেষ নবীর আর্দশ প্রচারে আলেম সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহ্বান জানান।

বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সালাউদ্দিন তারেক, কক্সবাজার আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওলানা নুরুল আলম সরকার প্রমুখ।

ফাউন্ডেশনের উপপরিচালক ফাহমিদা বেগমের সভাপতিত্বে সভায় পবিত্র কোরআন তেলোওয়াত করেন মাওলানা কারি সাঈদ আলম। স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের সহকারী পরিচালক সরওয়ার আলম।

আলোচনা শেষে আলেমদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
 
এর আগে একটি বণার্ঢ্য শোভাযাত্রা বের করা হয় যা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফাউন্ডেশন কার্যালয়ের সামনে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
টিটি/এআর/টিসি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।