ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় হাজার লিটার চোলাইমদসহ আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
উল্লাপাড়ায় হাজার লিটার চোলাইমদসহ আটক ৫ ছবি: প্রতীকী

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে এক হাজার ৪৪০ বোতল চোলাইমদসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

বুধবার (২৩ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার ঘোষগাতী এলাকার জাহাঙ্গীরের মার্কেটে এ অভিযান চালানো হয়।



আটক ব্যক্তিরা হলেন, উপজেলার ঘোষগাতী মহল্লার মৃত সূর্য্যতেইন সরকারের ছেলে রাসেল সরকার (৩০), উল্লাপাড়া পশ্চিমপাড়া গ্রামের মো. শামসুল আলমের ছেলে মো. শহিদুল ইসলাম (২৫), দরগাবাড়ী গ্রামের মৃত খন্দকার ফরিদ উদ্দিনের ছেলে গোলাম মোরশেদ (৬৪), শাহজাদপুর উপজেলার দারিয়াপুর মহল্লার খন্দকার সৈয়দ আহম্মেদের ছেলে খন্দকার জাহাঙ্গীর আলম (৩৬) ও মৃত সিদ্দিকুরের ছেলে মো. ফিরোজ (৪৫)।

র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার মোহাম্মদ ফয়সাল বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাহাঙ্গীরের মার্কেটে ভাড়া নেওয়া একটি ঘরে অভিযান চালিয়ে এক হাজার ৪৪০ বোতল চোলাই মদ, নগদ এক লাখ ১০ হাজার ৫৮০ টাকা এবং তিনটি মোবাইল ফোনসহ ওই পাঁচজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।