ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অটোরিকশায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
অটোরিকশায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

মাগুরা: মাগুরা সদর উপজেলার ডেফুলিয়া গ্রামে অটোরিকশায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে মীম (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।



মীম মহম্মদপুর উপজেলার খালিয়া গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে ও স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

নিহত স্কুলছাত্রীর পারিবারিক সূত্র জানায়, মীম দুপুরে অটোরিকশায় আত্মীয় বাড়ি থেকে খালিয়া গ্রামে নিজ বাড়ি ফিরছিল। পথে  ডেফুলিয়া এলাকায় এলে মীমের ওড়না অটোরিকশার চাকার সঙ্গে পেঁচিয়ে গলায় ফাঁস লেগে গুরুতর আহত হয়।

এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সদর হাসপাতালের জরুরি বিভাগের ব্রাদার আবদুর আজিজ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।