ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে রেলক্রসিংয়ের গেটম্যান নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে রেলক্রসিংয়ের গেটম্যান নিহত

গাজীপুর: জেলার জয়দেবপুরে রাজবাড়ি-শীববাড়ি সড়কের রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে গেটম্যান মকবুল হোসেন (৪০) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মকবুল গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা এলাকার আব্দুস ছাত্তার মিয়ার ছেলে।

জয়দেবপুর জংশন রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই মো. দাদন মিয়া বাংলানিউজকে জানান, মকবুল হোসেন শীববাড়ি-রাজবাড়ি সড়কের রেলক্রসিংয়ে মাস্টাররোলে গেটম্যান হিসেবে কাজ করতেন। সন্ধ্যায় ট্রেন অতিক্রম করার সংকেত দেওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে রেল পুলিশ গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।