ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনীতে প্রতিপক্ষের গুলিতে নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
ফেনীতে প্রতিপক্ষের গুলিতে নিহত ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীতে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের গুলিতে ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার(২৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শহরের মহিফাল চৌধুরী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।



নিহতরা হলেন- মাইন উদ্দিন (৪০) ও আকলিমা আক্তার (১৬)।

গুরতর আহতরা হলেন- মারুফ(৬), সাইফুল ইসলাম (৩৫), আলাউদ্দিন (২৬)৷ উন্নত চিকিৎসার জন্য তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গুলিবিদ্ধ হয়ে দু’জন নিহত হওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন ফেনী আধুনিক সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক আবু তাহের।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মান্নান ও এলাহী বক্সের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল৷ বৃহস্পতিবার রাতে  মান্নানের লোকজন এলাহী বক্সের লোকজনের ওপর হামলা করলে এ ঘটনা ঘটে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ সংঘর্ষে ২ জন নিহত হওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।