ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাংবাদিক সজীবের দ্বিতীয় স্ত্রী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
সাংবাদিক সজীবের দ্বিতীয় স্ত্রী আটক ফাইল ফটো

ঢাকা: রাজধানীর মিরপুর এলাকা থেকে নিহত সাংবাদিক আওরঙ্গজেব সজীবের দ্বিতীয় স্ত্রী অঞ্জনা মুনিয়াকে (৩০) আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাতে র‌্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মেজর মাকসুদুল আলম বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।



তিনি জানান, সকাল ১০টার দিকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

এর আগে গত ২০ ডিসেম্বর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন সাংবাদিক সজীব। এর তিনদিন পর বুধবার (২৩ ডিসেম্বর) মুন্সিগঞ্জের মুক্তাপুর এলাকার ধলেশ্বরী নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

** সাংবাদিক আওরঙ্গজেব সজীবের জানাজা সম্পন্ন
** মুন্সীগঞ্জে ধলেশ্বরী থেকে সাংবাদিক সজীবের মৃতদেহ উদ্ধার
** মুন্সীগঞ্জে ধলেশ্বরী থেকে মৃতদেহ উদ্ধার
** লঞ্চ থেকে পড়ে ধলেশ্বরীতে সাংবাদিক নিখোঁজ

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
এনএ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।