ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বানিয়াচং খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ ৬০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
বানিয়াচং খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ ৬০ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার প্রতাপপুর গ্রামে খাদ্যে বিষক্রিয়ায় শিশু ও বৃদ্ধসহ অন্তত ৬০ জন অসুস্থ হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত অসুস্থদের মধ্যে প্রতাপপুর গ্রামের জুনায়েদ (৫), ফরিদ (৩), রমজান (২৪), বাবলু (৩০), সাজেদ (৩), আবু তাহের (৩৫), শরিফা (৫), তোফায়েল (৩১), মজনু (৩), লাইজু (৬), সাজিদ (৫), মারুফ (২), জাছিল (১৪), জুলহাস (৩), ছহিবুর (৪), জাহাঙ্গীর (৪), এমদাদ (২৬), রিহাদ (১১), সাবের (২৪), মাহফুজ (৭), বারিক (৫৫), হাবিব (৪৫), মুক্তা (৩), নুহা (৩), নাসির (৬০), হাফিজ (১৫), মেহেদী (১৪), ইয়াছিন (৫), মনজু (৭), উজ্জ্বল (২৫), শিল্পী (২) ও রাকিবসহ (৭) ৪২ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।



স্থানীয় সূত্রে জানা যায়, প্রতাপপুর গ্রামের ইংল্যান্ড প্রবাসী তোফাজ্জল হোসেন বৃহস্পতিবার দুপুরে স্থানীয়দের তার বাড়িতে দাওয়াত করে খাওয়ান। যারা দাওয়াত খেয়েছে, সন্ধ্যা ৭টার পর থেকে তাদের অন্তত ৬০ জন অসুস্থ হয়ে পড়েছে। তাদের কারো কারো বমি হচ্ছিল। আবার কেউ কেউ ডায়রিয়ায় আক্রান্ত হয়। পরে স্বজনরা অসুস্থদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে ভর্তি করে।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আবাসিক চিকিৎসক (আর এম ও) মহসিন করিম জানান, খাদ্যে বিষক্রিয়ায় তারা অসুস্থ হয়ে পড়েছে। তবে এতে আশঙ্কার কিছু নেই।

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।