ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট

হুসাইন আজাদ, সিনিয়র নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট ফাইল ফটো

কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার থেকে কুমিল্লা সেনানিবাস পর্যন্ত মহাসড়কের উভয়পাশে ছড়িয়ে পড়া এ যানজট শুরু হয়েছে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) গভীররাতে।



ঢাকা থেকে চট্টগ্রামগামী গাড়িগুলো ঘণ্টা দেড়ের অপেক্ষার পর আধাঘণ্টার এই রাস্তাটুকু পার হতে পারলেও বিপরীত দিক থেকে আসা গাড়িগুলো স্থির অবস্থায় রয়েছে, আগাতে পারছে না। ফলে কনকনে শীতের মধ্যে ভোগান্তিতে পড়েছে যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

শুক্রবার ভোর পৌনে ৫টা পর্যন্ত অবস্থা একই রকম ছিল। তবে হাইওয়ে পুলিশ যানজট নিরসনের চেষ্টা করছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ০৫১১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।