ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাঁচবিবিতে অপহরণের ৪ দিন পর শিশুর মৃতদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
পাঁচবিবিতে অপহরণের ৪ দিন পর শিশুর মৃতদেহ উদ্ধার

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা থেকে অপহরণের চার দিন পর আড়াই বছর বয়সী রাধা রানী নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের রশিদপুর বাজারে আবর্জনা ফেলার একটি জায়গা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।



শিশু রাধা রাণী রশিদপুর গ্রামের ব্যবসায়ী পরেশ চন্দ্র মন্ডলের মেয়ে।  

এরআগে গত মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে রশিদপুর বাজার থেকে শিশুটি অপহরণ করা হয়। পরে তার বাবা বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি মামলা করেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বাংলানিউজকে জানান, শিশুটিকে অপহরণকারী মোবাইল ফোনে বিষয়টি জানালেও তারা কোনো মুক্তিপণ দাবি করেনি। শুক্রবার সকালে শিশুটির মৃতদেহ পাওয়া যায়।

তিনি আরো জানান, শিশুটিকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর অপহরণকারীরা মৃতদেহ ওই ময়লার স্তূপে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।