ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে ১৯২ ক্যান বিয়ারসহ প্রাইভেটকার জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
আড়াইহাজারে ১৯২ ক্যান বিয়ারসহ প্রাইভেটকার জব্দ

নারায়ণগঞ্জ: আড়াইহাজারে ১৯২ ক্যান বিয়ারসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে আড়াইহাজার থানার সহকারী পুলিশ অফিসার সায়েম উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া থাড়িবাড়ি এলাকার আড়াইহাজার-গোপালদী সড়কে দাঁড়ানো অবস্থায় একটি প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-গ-১১-৭১২৫) তল্লাশি চালায়।

এ সময় গাড়িতে বিশেষ কৌশলে রাখা ১৯২ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করা হয়।

এ ব্যাপারে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বাংলানিজকে জানান, কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪,২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।