ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাবনায় আহত বিএনপি নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
পাবনায় আহত বিএনপি নেতার মৃত্যু

পাবনা: পাবনায় প্রতিপক্ষের হামলায় আহত বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য আরজান সরদার আড়াই (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।



আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ফারুক হোসেন বাংলানিউজকে জানান,  গত ২০ ডিসেম্বর পাবনা সদর ও আটঘরিয়া উপজেলার সীমান্তবর্তী হয়দারপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন ওরফে দুলাল মাস্টার (৬৫) নিহত হন। ওই ঘটনায় গুরুতর আহত হন স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য আরজান সরদার আড়াই।

পরে তাকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।