ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেঘনা থেকে অপহৃত কার্গোর মাস্টার ও সুকানি উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
মেঘনা থেকে অপহৃত কার্গোর মাস্টার ও সুকানি উদ্ধার

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি এলাকায় মেঘনা নদী থেকে এমডি নিউজিও ভাগ্যকুল নামে কার্গো জাহাজের অপহৃত মাস্টার কামরুল ইসলাম ও সুকানি জসিমকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ ডিসেম্বর) দিনগত রাত ১টার দিকে রামগতি উপজেলার বড়খেরী এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।



রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন ও লক্ষ্মীপুর ডিবি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রেজাউল করিম রেজা বাংলানিউজকে জানান, রামগতি থানা পুলিশ ও গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। অভিযানকালে জলদস্যুরা পুলিশের উপস্থিতি টের পেয়ে জাহাজে মাস্টার ও সুকানিকে রেখে পালিয়ে যায়।

এর আগে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে রামগতি উপজেলার মেঘনা নদীর টাংকির বাজার এলাকা থেকে কামরুল ইসলাম ও জসিমকে অপহরণ করা হয়।
এরপর তাদের পরিবারের কাছে ৫ লাখ টাকার মুক্তিপণ দাবি করে জলদস্যুরা।

মেঘনা নদীতে নৌ-যান শ্রমিক অপহরণের ঘটনায় সারাদেশে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে নৌ-যান শ্রমিকরা।

শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের ডিআইটি করিম মার্কেট কার্যালয়ে কেন্দ্রীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ এ ধর্মঘটের ডাক দেন।

বাংলাদেশ সময়: ০৪৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
আরএম

** সারাদেশে নৌ-যান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।