ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুলিয়ারচরে ছুরিকাঘাতে র‌্যাব কর্মকর্তা আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
কুলিয়ারচরে ছুরিকাঘাতে র‌্যাব কর্মকর্তা আহত

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে র‌্যাব-৫ (রাজশাহী) এর উপ সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন সেলিম (৪০) আহত হয়েছেন।

শুক্রবার (২৫ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার রামদী ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে।

তাকে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত সাজ্জাদ হোসেন সেলিম উপজেলার রামদী ইউনিয়নের আগরপুর উত্তরপাড়ার আব্দুল হাতেমের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, ৩ দিন আগে সাজ্জাদ হোসেন ছুটি নিয়ে গ্রামের বাড়িতে আসেন। শুক্রবার রাতে আগরপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে বাড়ি ফেরার পথে কয়েক দুর্বৃত্ত তাকে হঠাৎ ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

আহত সাজ্জাদের ভাই মিল্টন বাংলানিউজকে জানান, সন্ত্রাসীরা তার ভাইয়ের বুকের বাম পাশে ছুরিকাঘাত করেছে।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী মিজানুজ্জামান বাংলানিউজকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।