ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দুপুরে সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
দুপুরে সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি আবদুল হামিদ

সিলেট: শনিবার দুপুরে সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। রাষ্ট্রপতি হিসেবে এটাই তার প্রথম সিলেট সফর।



শনিবার (২৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় হেলিকপ্টারযোগে তিনি সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছাবেন।

বিমানবন্দর থেকে সিলেট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠানে যাবেন তিনি। এরপর শাহজালাল (র.) এবং শাহপরান (র.) এর মাজার জিয়ারত শেষে বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকায় ফিরবেন।

সিলেট প্রশাসনের এনডিসি মোহাম্মদ রেজাউল করিম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে সিলেটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। অনুষ্ঠানস্থল ছাড়াও সিলেট মহানগরীতে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থা জোরদারে মহানগরীর বাইরে থেকে অতিরিক্ত ৬শ’ পুলিশ সদস্যকে আনা হয়েছে। পাশাপাশি র‌্যাব সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে থাকবেন বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ।

গত বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) থেকে তিন দিনব্যাপী সিলেট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়।

বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
এনইউ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।