ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শৈলকুপায় মাইক্রোবাস চাপায় স্কুলছাত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
শৈলকুপায় মাইক্রোবাস চাপায় স্কুলছাত্রীর মৃত্যু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: ঝিনাইদহ শৈলকুপা উপজেলার কুলচারা গাবলা এলাকায় মাইক্রোবাস চাপায় উম্মে তাইবা আঁখি (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।



শনিবার (২৬ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত উম্মে তাইবা আঁখি গাবলা গ্রামের আমিনুর রহমান চাঁনের মেয়ে এবং ভাটই বাজারে আধুনিক কিন্ডার গার্টেনের তৃতীয় শ্রেণির ছাত্রী।

আহতরা হলেন- আবু তালেবের স্ত্রী শ্যামলী খাতুন (৩০) ও তার মেয়ে সাফিয়া খাতুনসহ (০৮) তিনজন।

শৈলকুপার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক বাংলানিউজকে জানান, সকালে স্কুলে যাওয়ার জন্য উম্মে তাইবা তার মায়ের সঙ্গে ও শ্যামলী খাতুন তার মেয়ে সাফিয়াকে নিয়ে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক পার হওয়ার জন্য পাশে দাঁড়িয়ে ছিলেন।

এসময় পেছন থেকে দ্রুতগামী একটি মাইক্রোবাস তাদের ধাক্কা দেয়। এতে চারজনই গুরুতর আহত হয়। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক উম্মে তাইবাকে মৃত ঘোষণা করেন। বাকিরা সেখানে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫/ আপডেট: ১৪২৮
এসআই/এএটি/এসএইচ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।