ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় অজ্ঞাত পরিচয় তরুণীর কাটা মাথা ও পা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
আশুলিয়ায় অজ্ঞাত পরিচয় তরুণীর কাটা মাথা ও পা উদ্ধার

আশুলিয়া (ঢাকা): আশুলিয়ার গনকবাড়ি এলাকার একটি ড্রেন থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর কাটা মাথা ও একটি পা উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ ডিসেম্বর) সকালে স্থানীয়রা খবর দিলে একটি ড্রেন থেকে ওই কাটা মাথা ও পা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন।



তিনি বাংলানিউজকে জানান, নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়া গনকবাড়ি এলাকার আল আমিন মাদ্রাসার পাশের একটি ড্রেন থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর কাটা মাথা ও পা উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর তার পরিচয় গোপন করতে শরীরের বিভিন্ন অংশ আলাদা করে ফেলে দিয়েছে হত্যাকারীরা।

তরুণীর শরীরের বাকি অংশগুলো উদ্ধারের চেষ্টা চলছে। পাশাপাশি এই হত্যাকাণ্ডের কারণ জানতে ও হত্যাকারীদের আটক করতে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘন্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
এসএইচএন/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।