ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিচার বিভাগ জাতীয় উন্নয়নের মাইলফলক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
বিচার বিভাগ জাতীয় উন্নয়নের মাইলফলক রাষ্ট্রপতি আবদুল হামিদ

ঢাকা: বিচার বিভাগ জাতীয় উন্নয়নের মাইলফলক বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

শনিবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিচারপতি সম্মেলন-২০১৫ এর উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



বিচারকদের পক্ষপাতহীন হওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলনে, মানুষের শেষ ভরসার জায়গা বিচার বিভাগ। তাই ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য বিচারকদের পক্ষপাতহীন হয়ে বিচার করতে হবে।

সম্মেলনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, দেশের অধ:স্তন আদালতের সব পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

উদ্বোধনী পর্বের পর আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহাব মিয়ার সভাপতিত্বে আলোচনা পর্বের মূল বিষয় রয়েছে বিচার বিভাগীয় সংস্কার। সমাপনী অধিবেশনে অধস্তন আদালতের প্রশাসনিক ব্যবস্থাপনা, বিশেষ করে মামলাজট নিরসনে বিভিন্ন উপায় অবলম্বনের বিষয়টি অগ্রাধিকার পাবে।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫/আপডেট: ১২১৯ ঘণ্টা
এমইউএম/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।