ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সৈয়দপুর প্রেসক্লাবের নতুন কমিটি

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
সৈয়দপুর প্রেসক্লাবের নতুন কমিটি আমিনুল হক (আলাপন) / সাকির হোসেন বাদল

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে কোনো পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় সবাইকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

নুতন কমিটিতে সভাপতি হয়েছেন আমিনুল হক (আলাপন) ও সাধারণ সম্পাদক হয়েছেন সাকির হোসেন বাদল (সময় টিভি ও সমকাল)।



শনিবার (২৬ ডিসেম্বর) সকালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী না থাকায় মনোনয়নপত্র দাখিলকারী সবাইকে নির্বাচিত ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার ও জেলা জজ কোর্টের আইনজীবী ওবায়দুর রহমান।

কমিটির অন্যান্যরা হলেন, সহ সভাপতি মো. আমিরুজ্জামান (বাংলানিউজ), সহ সাধারণ সম্পাদক এম ওমর ফারুক (নীলফামারী বার্তা), অর্থ সম্পাদক তোফাজ্জল হোসেন লুতু (কালের কণ্ঠ ও করতোয়া), দপ্তর ও ক্রীড়া সম্পাদক গোপাল চন্দ্র রায় (আমাদের সময় ও জনসমস্যা), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নজির হোসেন নজু (ইনকিলাব)ভ

এছাড়া কার্যকরী সদস্যরা হলেন, এম. আর আলম ঝন্টু (প্রথম আলো), এম. এ করিম মিস্টার (মানবজমিন), মকসুদ আলম (নীলফামারী চিত্র) ও মিজানুর রহমান মিলন (দিনকাল ও যুগের আলো)।

বাংলাদেশ সময়: ১২০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।