ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কবিরহাটে কিশোর খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
কবিরহাটে কিশোর খুন

নোয়াখালী: নোয়াখালীর কবিরহাট উপজেলায় আবু তাহের শাকিল (১৫) নামে এক কিশোরকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

শনিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার বাটাইয়া ইউনিয়নের চন্দ্রশুদ্ধি গ্রামের জামতলা এলাকার একটি ধানক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।



শাকিল ওই গ্রামের সোনামিয়া মিস্ত্রি বাড়ির আবুল হাশেমের ছেলে। সে স্থানীয় ভূঁইয়ার হাট বাজারের মিলন ওয়ার্কশপে শ্রমিক হিসেবে কাজ করতো।

শাকিলের বড় ভাই আবুল কাশেম বাংলানিউজকে জানান, একটি সাইকেল নিয়ে বিরোধের জের ধরে শুক্রবার সন্ধ্যায় ভূঁইয়ার হাট বাজারের জাফরের দোকানের সামনে থেকে অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত শাকিলকে ধরে নিয়ে যায়। রাতে অনেক খোঁজাখুঁজি করেও শাকিলের কোনো সন্ধান মেলেনি। পরে শনিবার সকালে জামতলা এলাকার একটি ধানক্ষেতে শাকিলের মৃতদেহ পাওয়া যায়।

শাকিলকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন আবুল কাশেম।

কবিরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ূন কবির বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে।

এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।