ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হেমায়েতপুরে ওয়ান হেলথ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
হেমায়েতপুরে ওয়ান হেলথ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সাভারের হেমায়েতপুরে অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে ওয়ান হেলথ ফাউন্ডেশন।

শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে হেমায়েতপুরের তরফ রাজাঘাটে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।



এ সময় ওয়ান হেলথ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. এ এম আজাদসহ ফাউন্ডেশনের অন্যান্য স্বেচ্ছাসেবী ও পেশাজীবীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. মো. আলতাফ হোসেন।

বিভিন্ন পেশাজীবীদের নিয়ে ওয়ান হেলথ ফাউন্ডেশন বিভিন্ন সামাজিক সেবা ও সচেতনতামূলক কাজ পরিচালনা করে থাকে বলে জানান এ এম আজাদ।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
এমইউএম/আরএইচএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।