ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মুক্তিযোদ্ধা সালাউদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
মুক্তিযোদ্ধা সালাউদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা সালাউদ্দিন আহমেদ কালুকে (৬৫) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

শনিবার (২৬ ডিসেম্বর) বাদ যোহর নগরীর মাসদাইর কবরস্থানে তাকে দাফন করা হয়।



এর আগে নগরীর দেওভোগ পাক্কা রোড এলাকায় দেওভোগ বড় জামে মসজিদে বাদ যোহর তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক জালাল, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলীসহ মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামজিক সংগঠনের নেত‍াকর্মীরা অংশ নেন।

মৃত্যুকালে তিনি দুই মেয়ে  এক ছেলে নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি ছিলেন নগরীর দেওভোগ পাক্কা রোড এলাকার বাসিন্দা।  

একাত্তরের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাকে অংশগ্রহন করেন সালাউদ্দিন আহমেদ। পরবর্তীতে আওয়ামী লীগের রাজনীতিকে সম্পৃক্ত হয়ে দীর্ঘদিন নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।  

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ ইসলামী হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
 
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।