ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনায় দুই পুলিশ সদস্যের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
খুলনায় দুই পুলিশ সদস্যের মৃত্যু

খুলনা: খুলনায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন সড়ক দুর্ঘটনায় ও আরেকজন পানিতে ডুবে মারা গেছেন।



নিহতরা হলেন- পাইকগাছা থানার কনষ্টেবল বিশ্বজিৎ কুমার রায় (২৮) ও রূপসা থানার শিয়ালি ক্যাম্পের কনষ্টেবল আব্দুল কাদের (৫৫)।
 
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বাংলানিউজকে বলেন, পেশাগত কাজে শনিবার (২৬ ডিসেম্বর) বিশ্বজিৎ খুলনা শহরে আসেন। দুপুরে খুলনা থেকে ফেরার পথে পাইকগাছা দেলুটি দুর্গাপুর পৌছালে ধান ভর্তি একটি নসিমন অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মটর সাইকেলটি পাশের খাদে পরে যায়।

পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল ভর্তি (খুমেক) করা হলে রাত ৮টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, মোটরসাইকেলটি ভাড়ায় চালিত। চালকের পেছনে ছিলেন বিশ্বজিৎ। মোটরসাইকেল চালক আহত হয়েছেন।

এদিকে একই দিনে শিয়ালি পুলিশ ক্যাম্পের কনষ্টেবল আব্দুল কাদের ক্যাম্পের সামনের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন বলে জানিয়েছেন রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন।

পাইকগাছা ও রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুটি মৃতদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
এমআরএম/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।