ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নারী ভোটার অন্তর্ভুক্তর হার ৫ শতাংশ কম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
নারী ভোটার অন্তর্ভুক্তর হার ৫ শতাংশ কম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: এবারের (২০১৫) ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমেও নারী ভোটারের সাড়া কম পড়েছে। তবে তা গত বছরের চেয়ে ভালো বলে মনে করছে নির্বাচন কমিশন (ইসি)।


 
শনিবার (০২ জানুয়ারি) ইসি প্রকাশিত হালনাগাদ ভোটার তালিকার খসড়া থেকে জানা যায়, ২০১৫ সালে ভোটার হওয়ার জন্য অন্তর্ভুক্ত হয়েছেন ৪৩ লাখ ৬৮ হাজার ৪৭ জন ব্যক্তি।
 
যার মধ্যে পুরুষ ২২ লাখ ৯৭ হাজার ৮৯৫ জন, যা মোট অন্তর্ভুক্তর ৫২ দশমিক ৬১ শতাংশ। আর নারী অন্তর্ভুক্তর সংখ্যা ২০ লাখ ৭০ হাজার ১৫২ জন, যা মোট অন্তর্ভুক্তর ৪৭ দশমিক ৩৯ শতাংশ। অর্থাৎ পুরুষের চেয়ে নারী অন্তর্ভুক্তর হার ৫ দশমিক ২২ শতাংশ কম।
 
তবে ২০১৪ সালের তুলনায় এবার হ্রাসের হার কমে এসেছে। সে বছর নতুন ভোটার হয়েছিল ৪৬ লাখ ৯৫ হাজার ৬৫০ জন। এর মধ্যে পুরুষ ২৬ লাখ ২৯ হাজার ৫০৬ জন, যা মোট ভোটারের ৫৬ শতাংশ। আবার নারী ভোটার ছিল ২০ লাখ ৬৬ হাজার ১৪৪ জন, যা মোট ভোটারের ৪৬ শতাংশ। অর্থাৎ ১০ শতাংশ কম ছিল নারী ভোটার।
 
হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশকালে ইসির মিডিয়া সেন্টারে সচিব সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, এবারও নারী ভোটার অন্তর্ভুক্তর হার কিছুটা কম। তবে গত বছরের চেয়ে ভালো। এবার বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থাসহ সরকারি নানা দফতরকেও কাজে লাগানোর কারণে এ উন্নতি হয়েছে।
 
রোহিঙ্গা বিষয়ে তিনি বলেন, কোনো বিদেশি যেন ভোটার হতে না পারেন সেজন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপরও কেউ অন্তর্ভুক্ত হলে যে কোনো ব্যক্তি আপত্তি জানাতে পারবেন। এক্ষেত্রে আপত্তি সঠিক হলে তখন সে ব্যক্তির নাম কর্তনের সুযোগ রয়েছে।
 
শনিবার খসড়া ভোটার তালিকাটি জেলা, থানা নির্বাচন অফিস, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, ওয়ার্ড কার্যালয়, ক্যান্টনমেন্ট বোর্ডসহ জনগুরুত্বপূর্ণ স্থানে টানিয়ে দিয়েছে ইসি। আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত এ তালিকার বিরুদ্ধে যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি দাবি, আপত্তি জানাতে পারবেন। এছাড়া কোনো সংশোধনের দরকার হলে নতুন অন্তর্ভুক্তরা সে আবেদনও করতে পারবেন। রিভাইজিং অথরিটি দাবি, আপত্তি, নিষ্পত্তি করবেন ২২ জানুয়ারি। এরপর ৩১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।
 
গত ২০১৫ সালের জুলাই মাসে হালানগাদ কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন। যা শেষ হয় নভেম্বরে। এবারই প্রথম ৩ তিন বছরের তথ্য একসঙ্গে সংগ্রহ করে ইসি। এক্ষেত্র ২০১৬ সালের যারা ১৮ বছর পূর্ণ করলেন, তাদের খসড়াই কেবল আজ (শনিবার) প্রকাশিত হলো। এরপর ২০১৭ সালের ১ জানুয়ারিতে যারা ১৮ বছর পূর্ণ করবেন তাদের খসড়া তালিকা একই বছর ২ জানুয়ারি প্রকাশ করা হবে। একইভাবে ২০১৮ সালের ১ জানুয়ারি যারা ১৮ বছর পূর্ণ করবেন, তাদের খসড়া তালিকা একই বছর ২ জানুয়ারি প্রকাশ করা হবে।

দেশে বর্তমান ভোটার রয়েছেন ৯ কোটি ৬২ লাখের মতো।
 
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
ইইউডি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।